একটা কেমন যেন স্বপ্ন

আজ সকালে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম।একটা ছোট্ট চড়াই পাখি কি করে যেন আমার মশলার তাকের ওপর এসে বসেছে।বড্ডো দূর্বল পাখি।এইটুকুনি। নরম,তুলতুলে।আমি না কেমন পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ও উড়তে জানেনা...তার ওপর আমি মানুষ তো,তাই ভইয়ে কাঁটা হয়ে তিরতির করে কাঁপছিল। চারপাশে এত বিপদ,কোথায় রাখি! তারপর হঠাৎ মনে হল ওকে উড়তে দিলেই ওর শান্তি।তাই হাতের মধ্যে বসিয়ে নিয়ে ছাতে গিয়ে অকে বললাম "যা!" ও দেখি হাতের গরমটা ছেড়ে যেতে চাইছেনা।তারপর যখন নামিয়ে দিলাম।চুপ করে রিল।আমি আর ধরিনি।পাহারা দিচ্ছিলাম।যাতে কেউ আঘাত না করে। একা উড়তে শিখুক। তারপর দেখি ধীরে ধীরে উড়ে গেল। আস্তে আস্তে।এলোমেলো উড়েছে।জানি শিখে যাবে।যাবেই।





কি অদ্ভুত না?বড্ডো অদ্ভুত।আর পুরো স্বপ্নটাই কেমন ক্রোম ব্লু কালর এর।

Comments

Swagatokti said…
কয়েকটা ভুল-টুল আছে, কিন্তু থাক। স্বপ্নের তো "ঠিক" হবার কোনও দায় নেই। স্বপ্নের চড়াই ক্রোম ব্লু হলেই বা কার কি?
Bhromorer kouto said…
সে তো বটেই।স্বপ্নেরা বেশীর ভাগ ক্ষেত্রেই ভুলের স্বাধীনতা পায়। :)

Popular Posts