:)

বহু দিন পরে আবার এই খানে লিখতে এলাম।লেখার তাগিদেই...ডায়রী লেখাটা একেবারেই বন্ধ হয়েছে।বেশির ভাগই টাইপ করে চলে।কিন্তু এমন নয় যে লেখার তাগিদ টা কমেছে।বেড়েছী,আর তাই আবার প্রত্যাবর্তন।এই ব্লগটা আমার।আমার নিজস্ব।লেখার জায়গা।যা খুশি।ব্যক্তিগত এবং খামখেয়ালি।কেউ বোধ হয় পড়ে না আমার ব্লগ।এটা একটা শান্তি।তাই যা মনে চায় লিখে যেতে পারি।শুধু লিখবো বলেই।
এখন যেমন জন ডেনভর শুঞ্ছি।সানশাইন অন মাই শোল্ডার... বাইরে বাজি ফাটছে।কানে হেডফোন বলে শুধু আলোটা দেখতে পাচ্ছি। কোলকাতায় ঝিরঝিরে নেশার মত ঠান্ডা পড়ছে।বেশ আরামদায়ক একটা সময়।কেমন উৎসব উৎসব।আমার সবচেয়ে প্রিয় সময়। কেমন করুণ অথচ অভিজাত।
এবার কফি চাই।আর একটা ভালো সিগারেট।অনেক কাজ বাকি।আর অনেক কিছু লেখা বাকি।
অনেক কিছু বাকি। :)

Comments

Anonymous said…
lekha thamas na.
Bhromorer kouto said…
সেই জন্যেই ফিরে আসা। :)
Unknown said…
Onek ager.... aaj prothom ta pore kebol "Older" e click kore cholechi.... bhalo lagche.... chelebelar hajmi khawar moto school er samne.... kheye cholo kheye cholo jotokhhon bari na ashe....

Popular Posts